Home সারাদেশ নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
এপ্রিল ১৬, ২০২৪

নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান  চৌধুরী নওফেলকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে  গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (১৫ এপ্রিল) চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক  মো. জহিরুল কবীর এই আদেশ দেন। এর আগে ২০২২ সালের ১৪ জুন একই ট্রাইব্যুনালে মামলাটি করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম।

বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের পিপি  মেজবাহ উদ্দিন  চৌধুরী বলেন, শিক্ষামন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় ট্রাইব্যুনালে গত ৬  ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করা হয়। সোমবার মামলার ধার্য তারিখে অভিযোগপত্র আমলে নিয়ে নুরুল হক নুরের বিরুদ্ধে  গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

জানা  গেছে, ২০২২ সালের ১ জুন বাংলাদেশ ছাত্র যুব অধিকার পরিষদের সমাবেশে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেন ঢাকসুর সাবেক ভিপি নরুল হক নুর। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল। আদালত মামলাটি শুনানি শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) চট্টগ্রাম  মেট্রো ও  জেলাকে তদন্তের নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম  মেট্রো ও জেলার এসআই মো. আব্দুল করিম ২০২৪ সালের ৬  ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *