ই্সরাইল আবার হামলা করলে জবাব হবে তাৎক্ষণিক ও অভাবনীয়- ইরান
ইরানের হামলার কড়া জবাব দেয়া হবে বলে জানিয়েছেন ইসরাইলের সেনাপ্রধান। তবে ইরান হুঁশিয়ারি দিয়ে রেখেছে , ইসরাইল হামলা চালালে সঙ্গে সঙ্গে তার জবাব দেয়া হবে এবং এমন অস্ত্র কাজে লাগানো হবে যা আগে কোনওদিন ব্যবহার করা হয়নি।
ইসরাইলের সামরিক প্রধান, হারজি হালেভি জোর দিয়েছিলেন যে, ইসরাইল তার পরবর্তী পদক্ষেপগুলো বিবেচনা করছে এবং ১৩ এপ্রিল করা ইরানের হামলার প্রতিক্রিয়া জানানো হবে। যখন ইরানের রাজনীতি বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি জোর দিয়েছিলেন যে, ইরানের থেকে প্রতিক্রিয়া আসতে কয়েক সেকেন্ডেরও কম সময় লাগবে। ১৩ এপ্রিল, ইরান প্রথমবারের মতো তার চিরশত্রু ইসরাইলের উপর সরাসরি আক্রমণ শুরু করে। ৩০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে। সিরিয়ার রাজধানী দামেস্কে তেহরানের কনস্যুলেট ভবনে ১লা এপ্রিলের একটি মারাত্মক বিমান হামলার প্রতিক্রিয়ায় এই হামলা হয়েছিল। যার পেছনে ব্যাপকভাবে ইসরাইলকে দায়ী করা হয়।