Home সারাদেশ ৫২ বছরের প্রাক্তন সকল শিক্ষার্থীদের নিয়ে শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ইফতার মাহফিল। 
এপ্রিল ১৫, ২০২৪

৫২ বছরের প্রাক্তন সকল শিক্ষার্থীদের নিয়ে শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ইফতার মাহফিল। 

তাইফুর রহমান, ঝালকাঠি (নলছিটি) প্রতিনিধি :

ঝালকাঠির নলছিটি উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ৫২ বছরের প্রাক্তন সকল শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ রমজান ১০ এপ্রিল(বুধবার) নলছিটি পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ ব্যতিক্রমী ইফতার মাহফিল আয়োজন করা হয়।
বিদ্যালয়ের অর্ধশতাব্দীর সকল শিক্ষার্থীদের মিলনমেলায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।নবীন প্রবীনের মিলনমেলায় সবাই নিজেদের বয়স ভুলে হারিয়ে যান দুরন্ত কৈশোরে, নবীন প্রবীন সকলেই মেতে ওঠেন মধুর স্মৃতিচারনে।
সাধারণত বিভিন্ন বিদ্যালয়ে ঈদকে কেন্দ্র করেই এমন আয়োজন করা হয়ে থাকে,তবে সাধারণত সেগুলো ব্যাচভিত্তিক হলেও এই আয়োজন ছিলো সকলকে একত্রে নিয়ে।
এসময় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য থেকে সাস্থ্য ক্ষাতের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন,বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এমন উদ্যোগ আমাকে আবেগতারিত করেছে।মনে হয়েছে আমরা হারিয়ে গেছি সেই কৈশোরে।
এই আয়োজনের উদ্যোগ নেয়া শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ব্যবসায়ী এবং সমাজসেবক আবুল হোসেন আলো,সমাজকর্মী বালী ফয়জুল হক মনির,লেবানন প্রবাসী সাইদুল ইসলাম,স্কুল শিক্ষক সাইদুল ইসলাম রাজিব,রিয়াজুল ইসলাম,প্রবাসী মামুন মল্লিক,তোফাজ্জল হোসেন,আব্দুল ওয়াহেদ শিকদার সহ অনেকে।
এসময় বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদের এলামনাই এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। এতে ওয়াহেদ সিকদারকে সভাপতি, বালী ফয়জুল হক মনিরকে সাধারণ সম্পাদক,সাইদুল ইসলাম রাজিবকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিদ্যালয়টির প্রায় শতাধিক প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *