Home সারাদেশ রায়পুরা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
এপ্রিল ৭, ২০২৪

রায়পুরা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

রায়পুরা প্রতিনিধি সাদ্দাম উদ্দিন রাজ
নরসিংদীর রায়পুরা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন শ্রেণীপেশার প্রায় কয়েক শতাধিক লোকদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) বিকেলে রায়পুরা পোস্ট অফিস রোডস্থ ক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তন্ময় সাহার সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা সাংবাদিক আশিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি আব্দুল কাদির, নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, নরসিংদীর খাসখবর পত্রিকার সম্পাদক কবির হোসেন, সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার বার্তা সম্পাদক মাইনুদ্দিন ভূঁইয়া, দৈনিক আজকের বিনোদন পত্রিকার সহকারী বার্তা সম্পাদক বিজয় সাহা, ক্লাবের সহ-সভাপতি দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সাধন দাস, সহ সম্পাদক মাহবুল আলম সেলিম, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আল আমিন, সদস্য সাদ্দাম উদ্দিন, সাংবাদিক ইব্রাহিম খলিল সেন্টু সহ রায়পুরা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যবৃন্দরা। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দুস্থ অসহায় মানুষ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নরসিংদী জেলা ও রায়পুরায় উপজেলায় কর্মরত সকল অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায় এবং ইতিমধ্যে যেসকল সাংবাদিক দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন অত্র ক্লাবের সভাপতি হারুনুর রশিদ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *