Home সারাদেশ নড়াইল এ ছাত্রদল নেতা সহ ১২ নেতাকর্মী কারাগারে
এপ্রিল ৭, ২০২৪

নড়াইল এ ছাত্রদল নেতা সহ ১২ নেতাকর্মী কারাগারে

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে নাশকতা মামলায় বিএনপির ১২ নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গত বুধবার (৩ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ মো. আলমাচ হোসেন মৃধা এক আদেশে বিএনপির নেতা-কর্মীদের কারাগারে প্রেরণের আদেশ দেন।

আসামিরা হলেন নড়াইল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিবাবুর রহমান শিহাব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান বাচ্চুসহ মোট ১২ জন।

নড়াইল জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত সংসদ নির্বাচনের ৩১ অক্টোবর একটি নাশকতার মামলায় হাইকোর্ট থেকে ৪২ দিনের আগাম জামিনে ছিলেন বিএনপির নেতাকর্মীরা। জামিনের শেষ দিন ছিল ৩ এপ্রিল। এদিন  নতুন করে জামিনের আবেদন করলে আদালত তাদের আবেদন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

 

নড়াইল জেলা

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *