কুড়িগ্রামর সদরের পাঁচগাছী ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই।
মোঃ মশিউর রহমান বিপুল
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই হয়েছে । এ ঘটনায় ৮ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
শনিবার (৪ এপ্রিল ) রাত সাড়ে ৮,৩০টার দিকে কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের মাষ্টার পাড়া গ্রামে ৯নং ওয়ার্ডের মোঃ আশরাফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন—মোঃ আশরাফুল আলম।ও আবুবকর সিদ্দিক সহ মোঃ ঈসা মিয়া, ঘরের মালিক আশরাফুল আলম জানান, আগুনে ঘরে থাকা স্বর্ণালংকারসহ ১ টি গরু ও ১৫-২০ টি হাঁস মুরগী পুড়ে ছাই হয়ে গেছে,তিন পরিবারের মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। এতে তাঁদের অন্তত ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পাঁছগাছী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হায়দার আলী বলেন, আগুনে ৩ পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কাপড় ছাড়া কিছুই রক্ষা করা যায়নি। আমাদের চেয়ারম্যান সবকিছু দেখে এসেছেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।
কুড়িগ্রাম সদর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার নুরুল আমিন সরকার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।