Home রাজনীতি সংসদ নির্বাচনে আ.লীগের ব্যয় পৌনে তিন কোটি টাকা
এপ্রিল ২, ২০২৪

সংসদ নির্বাচনে আ.লীগের ব্যয় পৌনে তিন কোটি টাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ব্যয় হয়েছে পৌনে তিন কোটি টাকা। সোমবার বিকালে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলমের কাছে এ হিসাব জমা দেয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। পরে কাজী জাফর উল্যাহ বলেন, আমাদের সাড়ে চার কোটি টাকা ব্যয়ের সীমা ছিল। এ থেকে ব্যয় কম হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৬৬ আসনে প্রার্থী দেয়। প্রার্থী সংখ্যা হিসাবে নির্বাচনে আওয়ামী লীগের সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ের সুযোগ ছিল। তবে দলটি পোস্টার, জনসভাসহ প্রচারের নানা খাতে ব্যয় দেখিয়েছে পৌনে তিন কোটি টাকা। এর আগে ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলটি খরচ দেখিয়েছিল ১ কোটি ৫ লাখ টাকা।

ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর প্রতিনিধিদলের সদস্য ও আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মোট নির্বাচনি ব্যয় ২ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার ১২০ টাকা। তিনি বলেন, প্রার্থীরা নিজ থেকে ব্যয় করেন। তাই আমাদের ব্যয় কম হয়। পুরো ব্যয়টা দলীয় হয় না। অন্য দলের যেখানে ১০ টাকা লাগে, সেখানে আমাদের দুই টাকা লাগে। পোস্টার, জনসভা, প্রচার প্রভৃতি খাতে ব্যয় হয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বডুয়া বলেন, নিবন্ধিত দল হিসাবে আমরা প্রতিবছর আয়-ব্যয়ের হিসাব জমা দিই। সোমবার নির্বাচনি ব্যয়ের বিবরণী জমা দেওয়া হয়েছে। আয়ের বিবরণী বার্ষিক অডিট রিপোর্টে দেওয়া হয়ে থাকে।
প্রতিনিধিদলে অন্যদের মধ্যে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক সায়েম খান, অর্থ পরিকল্পনা উপকমিটির সদস্য জাফরুল শাহরিয়ার জুয়েল, সংস্কৃতি উপকমিটির সদস্য নুরুল আলম পাঠান উপস্থিত ছিলেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *