Home সারাদেশ মতুয়াদের মাঝে আওয়ামীলীগ নেত্রী চৈতী বিশ্বাসের শিক্ষাসামগ্রী বিতরণ / নড়াইলে আওয়ামীলীগ নেত্রী চৈতী বিশ্বাসের সহস্রাধিক শিক্ষাসামগ্রী বিতরণ 
Mac ৩১, ২০২৪

মতুয়াদের মাঝে আওয়ামীলীগ নেত্রী চৈতী বিশ্বাসের শিক্ষাসামগ্রী বিতরণ / নড়াইলে আওয়ামীলীগ নেত্রী চৈতী বিশ্বাসের সহস্রাধিক শিক্ষাসামগ্রী বিতরণ 

নাহিদ হাসান মুন্না
নড়াইল জেলা প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের মতুয়া মিশনের প্রতিষ্ঠাতা গুরুচাঁদ ঠাকুরের ১৭৮তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে শহরের নিশিনাথতলায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে ২৮টি হরিলীলামৃত স্কুলে সহস্রাধিক শিক্ষার্থীর জন্য শিক্ষা উপকরণ বিতরণ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য চৈতী রানী বিশ্বাস। এসময় অনুষ্ঠানের পক্ষ থেকে স্কুলগুলোর শিক্ষকদের সম্মানীও প্রদান করা হয়। এ বিষয়ে আওয়ামীলীগ নেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চৈতী রানী বিশ্বাস বলেন, “ভাতের অভাব সহ্য করা গেলেও শিক্ষার অভাব সহ্য করা যায়না। তাইতো শিক্ষার আলো প্রজ্বলিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বিশেষত নারী শিক্ষার সম্প্রসারণের জন্য আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।” জানা যায়, চৈতী রানী বিশ্বাস জেলা আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বেশ কয়েক বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি নানারকম সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন এই শিক্ষানুরাগী নারী৷ বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নিয়েও কাজ করে থাকেন তিনি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া মিশনের কেন্দ্রীয় সভাপতি পদ্মনাভ ঠাকুর। অনুষ্ঠানে মতুয়া মিশন নড়াইল জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পালের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া মিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মিন্টু বিশ্বাস ও যুগ্ম সাধারণ সম্পাদক নীহার বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন মতুয়া মিশনের নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক অসীম বিশ্বাস, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিমানেষ বিশ্বাস, মতুয়া রত্ন অশোক কুমার কুন্ডু, মতুয়া মিশনের জেলা সহ-সভাপতি ধীমান রঞ্জন রায়, মতুয়া দেব মজুমদার, বিমল গোসাই প্রমুখ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *