Home রাজনীতি বুয়েট জঙ্গিবাদের কারখানায় পরিণত হলে সরকারকে অ্যাকশনে যেতে- ওবায়দুল কাদের
Mac ৩১, ২০২৪

বুয়েট জঙ্গিবাদের কারখানায় পরিণত হলে সরকারকে অ্যাকশনে যেতে- ওবায়দুল কাদের

 বুয়েট জঙ্গিবাদের কারখানায় পরিণত করা হচ্ছে কি না, তা তদন্ত করা হচ্ছে, এ রকম কিছু পাওয়া গেলে সরকারকে অ্যাকশনে যেতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (৩১ মার্চ) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, বুয়েটে সেদিন কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। আর আমি রাজনীতি করি বলে বুয়েটে যেতে পারব না, এটি কোন ধরনের আইন, কোন ধরনের নিয়ম? বুয়েটের ঘটনায় তদন্ত চলছে। আমরা খতিয়ে দেখছি। ছাত্ররাজনীতি বন্ধ করার নামে বুয়েটকে অপরাজনীতি ও জঙ্গিবাদের কারখানায় পরিণত করা হচ্ছে কি না, আমরা তদন্ত করে দেখছি।

উল্লেখ্য, ছাত্ররাজনীতির নামে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে বুয়েটের শিক্ষার্থীরা। সাড়ে চার বছর আগে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে শিবির ট্যাগ দিয়ে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ। এরপর থেকে ছাত্র রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হন সাধারণ শিক্ষার্থীরা। তখন ক্যাম্পাস থেকে বিতাড়িত হয় ছাত্রলীগ। নিষিদ্ধ হয় ছাত্ররাজনীতি। এখন রাতের আঁধারে আবার ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করায় উদ্বিগ্ন হয়ে ওঠে শিক্ষার্থীরা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *