Home জাতীয় শেখ লুৎফর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ
Mac ৩০, ২০২৪

শেখ লুৎফর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদা শেখ লুৎফর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। তিনি ১৯৭৫ সালের ৩০ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে তার বাবা শেখ লুৎফর রহমানের গুরুত্বপূর্ণ অবদান ছিল। শুরু থেকেই বঙ্গবন্ধুর রাজনীতিতে অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা করেছেন শেখ লুৎফর রহমান।

শেখ লুৎফর রহমানের বাবার নাম শেখ আবদুল হামিদ। তিনি ছিলেন শেখ বোরহানউদ্দিন ও শেখ কুদরোতুল্লাহর বংশধর। ব্রিটিশ ভারতবর্ষে লুৎফর রহমান গোপালগঞ্জ দেওয়ানি আদালতে কর্মজীবন শুরু করেন।

ব্যক্তি জীবনে তিনি বিয়ে করেছিলেন চাচাতো বোন সায়েরা খাতুনকে। এই দম্পতির চার মেয়ে এবং দুই ছেলের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়। বঙ্গবন্ধুর নেতৃত্বেই হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *