Home বানিজ্য মাসে শেয়ারধারী বিও হিসাব কমেছে ৪৩ হাজার ৩৪০টি
Mac ৩০, ২০২৪

মাসে শেয়ারধারী বিও হিসাব কমেছে ৪৩ হাজার ৩৪০টি

চলতি বছর জানুয়ারিতে শেয়ার বাজারে ফ্লোরপ্রাইস প্রত্যাহারের পর প্রায় দুই মাসের ব্যবধানে শেয়ারধারী বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব কমেছে ৪৩ হাজার ৩৪০টি। তবে একই সময়ে কোনো শেয়ার না থাকা বিও হিসাবের সংখ্যা বেড়েছে ৫০ হাজার ৯৭৭টি।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সিডিবিএলের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২১ জানুয়ারি শেয়ারধারী বিও হিসাব সংখ্যা ছিল ১৪ লাখ ৫ হাজার ৭৬৩। চলতি মাসের ২৫ মার্চ তা কমে দাঁড়িয়েছে ১৩ লাখ ৬২ হাজার ৪২৩টিতে। এছাড়া, গত ২১ জানুয়ারি শেয়ার না থাকা বিও হিসাবের সংখ্যা ছিল ২ লাখ ৯৮ হাজার ৪০২টি। ২৫ মার্চে তা বেড়ে ৩ লাখ ৪৯ হাজার ৩৭৯টিতে।

সিডিবিএলের তথ্য বলছে, গত ২১ জানুয়ারি শেয়ার বাজারে মোট বিও হিসাবের সংখ্যা ছিল ১৭ লাখ ৭৭ হাজার ৭১টি। ২৫ মার্চ তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৭ হাজার ২৯৫টিতে। এরমধ্যে পুরুষ ও নারী উভয় বিও হিসাবধারীর সংখ্যাই বেড়েছে। ফ্লোরপ্রাইস প্রত্যাহারের পর গত ২১ জানুয়ারি পুরুষ বিও হিসাবধারীর সংখ্যা ছিল ১৩ লাখ ২৯ হাজার ৬৪৬টি, যা ২৫ মার্চ ১৩ লাখ ৩৮ হাজার ১২তে দাঁড়িয়েছে। সে হিসাবে পুরুষ বিও হিসাবধারীর সংখ্যা বেড়েছে ৮ হাজার ৩৬৬টি। অন্যদিকে, গত ২১ জানুয়ারি নারী বিও হিসাবধারীর সংখ্যা ছিল ৪ লাখ ৩০ হাজার ২৫২, যা ২৫ মার্চ শেষে ৪ লাখ ৩১ হাজার ৮৬৪টিতে দাঁড়িয়েছে। এ হিসেবে নারী বিও হিসাবধারীর সংখ্যা বেড়ে ১ হাজার ৬১২টিতে দাঁড়িয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *