পুলিশ পরিচয়ে ছিনতাই করতেন তাঁরা
পুলিশ পরিচয়ে বিদেশগামী যাত্রীদের কাছ থেকে টাকাসহ মালামাল ছিনতাইয়ের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণি মোড়ের কলমিলতা মার্কেটের সামনে থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাজু (৫২) ও মো. নাজমুল (৫০)।
আজ দুপুরের দিকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, কলমিলতা মার্কেটের সামনে সৌদি আরবগামী এক যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার সময় রাজু ও নাজমুল হাতেনাতে ধরা পড়েন।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, রাজু ও নাজমুল পেশাদার ছিনতাইকারী। তাঁদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একাধিক মামলা আছে। তাঁরা মূলত নিম্নবিত্ত বিদেশগামী যাত্রীদের নিশানা করতেন। কারণ, এসব মানুষ সাধারণত সহজ-সরল হয়। এই ধরনের লোক পেলে তাঁরা পুলিশ পরিচয়ে তাঁদের আটক করতেন। এরপর ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোনসহ মালপত্র ছিনিয়ে নিতেন।
পুলিশ কর্মকর্তা মহসীন বলেন, আজ সকালে আল আমিন নামের এক সৌদি আরবগামী ব্যক্তি স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকায় আসেন। এ সময় পুলিশ পরিচয়ে তাঁকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তোলেন রাজু ও নাজমুল। পরে তাঁর কাছে থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেন তাঁরা। আল আমিন চিৎকার করলে আশপাশের লোকজন এসে দুজনকে আটক করে। পরে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করলে তেজগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে।
ছিনতাইয়ের এই ঘটনায় রাজু ও নাজমুলের বিরুদ্ধে তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। পুলিশ জানায়, তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।