আবার কার ওপর চটলেন পরীমণি!
আলোচিত নায়িকা পরীমণি সবসময়ই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। মনের বেদনা-ক্ষোভ যাই হোক না কেন নির্দ্বিধায় সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় উগরে দেন তিনি। এ কারণে একাধিকবার শিরোনামেও জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। এবারো ব্যতিক্রম করলেন না এই নায়িকা।
মঙ্গলবার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ‘যে বা যারা আমার শক্রর সঙ্গে বন্ধুত্ব করে, আজ থেকে কোনোদিন আমি তাদের মুখও দেখতে চাই না। অনেক তো হলো।’
তবে তিনি কাদের নিয়ে এ মন্তব্য করলেন সেটি জানাননি। কারণ, পোস্টে কারও নাম উল্লেখ করেননি তিনি। কিন্তু মন্তব্যের ঘরে নেটিজেনরা তার এমন সিদ্ধান্তের জন্য শুভ কামনা জানিয়েছেন।
দীর্ঘ বিরতি কাটিয়ে আবারো কাজে নিয়মিত হয়েছেন পরীমনি। ‘ডোডোর গল্প’র কাজ শেষ হয়েছে। এতে সাইমন সাদিকের সঙ্গে কাজ করেছেন। আর এখন কাজ করছেন কলকাতার টালিউড ইন্ডাস্ট্রিতে। ‘ফেলুবকশি’ নামে একটি সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে।