Home সারাদেশ নলছিটিতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্ক ফোর্সের কমিটির সভা অনুষ্ঠিত।
Mac ২৭, ২০২৪

নলছিটিতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্ক ফোর্সের কমিটির সভা অনুষ্ঠিত।

   তাইফুর রহমান(বালী তূর্য)নলছিটি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াসমূহ জোরদার করণ সম্পর্কে নলছিটি উপজেলা পরিষদ সভা কক্ষে সোমবার (২৫ মার্চ -২০২৪) সকাল ১০ টায় উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্ক ফোর্স কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: সিদ্দিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন নলছিটি মডেল সোসাইটি নির্বাহী পরিচালক মো: খলিলুর রহমান মৃধা। উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: শিউলী পারভীন, নলছিটি পৌরসভার মেয়র আ: অহেদ খাঁন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মোফাজ্জেল হোসেন চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার শিরিন আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জমাদ্দার,নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্স এর স্যানিটারী ইন্সপেক্টর সৈয়দা মাহমুদা বেগম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাঈমুন্নাহার,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত ও তামাক নিয়ন্ত্রণে কর্মরত সংগঠনের প্রতিনিধি মেহেরুনেছা প্রমূখা।সভায় কর্মরত টাস্ক ফোর্স কমিটির সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের আশেপাশে ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয়কেন্দ্র বন্ধ করতে হবে। নলছিটি পৌরসভা ও ইউনিয়ন পরিষদের তামাক পণ্য বিক্রয়কেন্দ্র গুলোকে ট্রেড লাইসেন্সের আওতায় আনতে হবে।তামাক নিয়ন্ত্রণ আইন (২০০৫) বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *