Home সারাদেশ “ ঢাকাস্থ ঝালকাঠি জেলা অফিসার্স এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা।
Mac ২৭, ২০২৪

“ ঢাকাস্থ ঝালকাঠি জেলা অফিসার্স এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা।

তাইফুর রহমান, ঝালকাঠি(নলছিটি) প্রতিনিধি:
সংবাদ বিজ্ঞপ্তিঃ গত ১৯ জানুয়ারী ২০২৪ শুক্রবার রাজধানীর মগবাজারে অবস্থিত ওয়াকফ মিলনায়তনে অনুষ্ঠিত ঝালকাঠি জেলা অফিসার্স এসোসিয়েনের এক সভায় সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার কে সভাপতি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নইম মুহাম্মদ আবদুছ ছবুরকে সাধারণ সম্পাদক এবং উপ-কর কমিশনার আল আমিনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ৪৩ সদস্য বিশিস্ট কমিটি ঘোষণা করা হয়েছে।পূর্ণাঙ্গ কমিটিতেসহসভাপতি হয়েছেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ কামাল হোসেন, অতিঃ ডিআইজি পুলিশ হেঃ কোঃ তাপতুন নাসরীন, যুগ্ম সাধারণ সম্পাদক-অতিরিক্ত ডিআইজি মোঃ আতিকুর রহমান মিয়া, অতিরিক্ত কমিশনার (কাষ্টমস, ভ্যাট ও এক্সাইজ) মোঃ ফজলুল হক, স্বারাষ্ট্র মন্ত্রীর একান্ত সচীব মোঃ মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার, নৌ পুলিশ আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক- এডিসি, ডিবি ডিএমপি, মোঃ ইলিয়াছ হোসেন, প্রচার সম্পাদক- মোঃ জসিম উদ্দীন খাঁন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক এস এম কামাল উদ্দিন হায়দার (সহযোগী অধ্যাপক সরকারি তিতুমির কলেজ)
মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক- এডিসি (এ্যাডমিন) কাজী মাকসুদা লিমা, আইন বিষয়ক সম্পাদক- সিনিঃ সহকারী জজ মোঃ মওদুদ আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- এমএস (রেসিডেন্স) নিটোর ডাঃ মোঃ কামরুজ্জামান, কার্যনির্বাহী পরিষদের সদস্য মো: হারুন-অর-রশিদ, অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মন্ডল, অতিরিক্ত সচিব, অধ্যাপক আ ন ম শাহাদাৎ,
সহকারী কমিশনার ডিএমপি আসমা আক্তার সোনিয়া প্রমুখ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *