Home অপরাধ মাটিরাঙ্গায় ১৫ বোতল বিদেশী হুইসকিসহ আটক ১
Mac ২৪, ২০২৪

মাটিরাঙ্গায় ১৫ বোতল বিদেশী হুইসকিসহ আটক ১

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ১৫ বোতল বিদেশী হুইসকি সহ এক  চোরাকারবারি কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ২১ মার্চ, সকালে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর।

তিনি জানান, গতকাল রাতে মাটিরাঙ্গা থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের মতিন সওদাগরের সেগুন বাগানের পার্শ্বে রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ বোতল বিদেশী হুইসকি সহ আমির হোসেন (৩২) নামে এক চোরাকারবারি কে গ্রেফতার করে পুলিশ।

আমির হোসেন তানৈক্কপাড়া পাড়ার সুলতান মিয়ার ছেলে।

গ্রেফতারকৃত, আসামীদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে একইসাথে বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *