ঝালকাঠির রাজাপুরে দেড় কেজি গাঁজাসহ যুবক আটক।
তাইফুর রহমান (বালী তূর্য),ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে দেড় কেজি গাঁজাসহ মোঃ উজ্জল হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২১মার্চ) সন্ধ্যায় ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে রাজাপুর উপজেলার শুক্তাগর এলাকা থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।
আটককৃত উজ্জল উপজেলার শুক্তাগর এলাকার মোঃ ইয়াকুব আলী হাওলাদার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
ডিবি ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজাপুর থানায় রাতে মামলা দায়ের করে শুক্রবার সকালে তাকে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।