নলছিটিতে বাজার তদারকিতে ইউএনও, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা।
তাইফুর রহমান, ঝালকাঠি (নলছিটি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে বাজার তদারকিতে নামে উপজেলা প্রশাসন। এসময় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার( ১৮ মার্চ) এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নজরুল ইসলাম। এসময় সাথে ছিলেন সহকারী কমিশনার(ভূমি) সমাপ্তি রায় ।
জরিমানা প্রাপ্তরা হলেন,নলছিটি পুরাতন পোস্ট অফিস সড়কে অবস্থিত বৃহস্পতি গিনি হাউজের স্বত্বাধিকারী মিঠুন চন্দ্র।তার লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার ও পৌর সড়কে অবস্থিত ফল ব্যবসায়ী সোহাগ হাওলাদারকে মূল্যতালিকা না থাকা ও ফুটপাত দখল করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় বিভিন্ন সড়কের পাশের ব্যবসায়ীদের ফুটপাত দখল করে পন্য সাজিয়ে রাখতে নিষেধ করা হয়। এরপরেও যারা এই কাজ করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়। এরপর কাঁচা বাজার পরিদর্শন করে বিভিন্ন পন্যের মূল্য যাচাই করেন। মোবাইল কোর্ট থাকাকালীন সময়ে পন্যের দাম কম থাকলেও তারা চলে যাওয়ার পরেই বাড়তি দামে পন্য বিক্রির অভিযোগ করেন একাধিক ভোক্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম জানান,বাজার মনিটরিং এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।