ঝালকাঠিতে ইসলামী যুব আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
তাইফুর রহমান, ঝালকাঠির প্রতিনিধি :
ইসলামী যুব আন্দোলন ঝালকাঠি শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন, সেক্রেটারি ডাক্তার মুহাম্মদ শাখাওয়াত হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌদি আরব শাখার সহ-সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ইব্রাহীম আল হাদীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুব আন্দোলনের উপজেলা নেতৃবৃন্দ, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মো. ইব্রাহীম খলিল, শ্রমিক আন্দোলনের সভাপতি আব্দুল কুদ্দুসসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মোক্তার হোসেন।