৫১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃ রাসেল হোসেন, বরিশাল:
মনের শান্তি আনন্দময় ও উল্লাসমূখী করার লক্ষ্যে জীবনের জন্য খেলাধুলার বিকল্প নেই আবার এর মধ্যে প্রতিযোগিতামূলক খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হলে এর ভিন্নতা রয়েছে এক হাড্ডা-হাড্ডির মধ্যে যা থাকবেই এইটাই স্বাভাবিক তাই এই আয়োজন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা করলো বরিশাল সদর উপজেলা ০৯ নং টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন বারইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ৯ মার্চ ২০২৪ সকাল ৯ ঘটিকার সময় শনিবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতিঃ অধ্যাপক মোঃ শাহ আলম সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মান্নান (নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিস বরিশাল)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব বাহাউদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান ০৯ নং টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদ।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধকঃ হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডঃ জহিরুল ইসলাম খোকন (অধ্যাপক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয় বরিশাল)। উক্ত অনুষ্ঠানের সভাপতি, এ্যাডঃ মাহাবুবর রহমান মধু। ভাইস- চেয়ারম্যান, বরিশাল সদর উপজেলা বরিশাল। উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন যারা, জনাব মোঃ ইমরান হোসেন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ। মোঃ রুহুল আমিন সবুজ মোল্লা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী। জনাব মোঃ নাসির উদ্দিন হাওলাদার, সাবেক ইউপি সদস্য। জনাব মোঃ ইব্রাহিম খলিল, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী। জনাব মোঃ রাসেল হাওলাদার, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী। জনাব মোঃ নাসির হাওলাদার, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, আলহাজ্ব মোশাররফ হোসেন নান্নান, সাবেক ব্যাংক কর্মকর্তা, সমাজসেবক শিক্ষানুরাগী। জনাব মোঃ শামসুল হক খোন্দকার, প্রধান শিক্ষক, হিজলতলা মৌলভীরহাট মাধ্যমিক বিদ্যালয়। জনাব মোঃ শামসুল হক লাল, ইউপি সদস্য, বিদ্যালয় পরিচালনা পষদ সদস্য । আমন্ত্রণে, শিউলি আক্তার, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাড়ইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সহকারী শিক্ষক, মোঃ কামরুল হাসান খান, বাড়ইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং আরো অনেক সম্মানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।