Home সারাদেশ নলছিটিতে ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত,অনেকে বলছেন আত্মহত্যা।
Mac ১০, ২০২৪

নলছিটিতে ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত,অনেকে বলছেন আত্মহত্যা।

তাইফুর রহমান, ঝালকাঠি (নলছিটি) প্রতিনিধি :
নলছিটিতে ভেকুবাহী ট্রাকের চাপায় আলতাফ মোল্লা(৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
৯ মার্চ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের গোচরা-মানপাশা সড়কের ফুলতলা নামক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দপদপিয়ার জিরোপয়েন্ট থেকে একটি ভেকুবাহী ট্রাক গোচড়া- মানপাশা সড়কের ফুলতলা দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। বৃদ্ধ আলতাফ মোল্লা ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হলে সে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। স্থানীয়রা নলছিটি থানা পুলিশকে খবর দেয় এবং লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নিহত আলতাফ মোল্লা সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলতলা গ্রামের মৃত ওয়াজেদ মোল্লার ছেলে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম এবং নিহতের পরিবারের সাথে কথা বলেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *