Home সারাদেশ খাগড়াছড়িতে পলিথিন বিরোধী অভিযান, জরিমানা আদায়
Mac ৭, ২০২৪

খাগড়াছড়িতে পলিথিন বিরোধী অভিযান, জরিমানা আদায়

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে পলিথিন বিরোধী অভিযান চালানো হয়েছে। বুধবার (৬ মার্চ) দুপুরে শহরের বাজারে বিভিন্ন দোকানে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ৫টি দোকানে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে একশো কেজি পলিথিন।

অভিযানের নেতৃত্বে দেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর।

অভিযানের বিষয়ে পরবিশে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশারাফ উদ্দিন জানান, পলিথিন দূষণ রোধ ও ব্যবহার কমাতে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন সহকারী পরিচালক।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *