১০টি স্বর্ণের বারসহ আটক মেহেদী হাসান
মোঃ জুবায়ের হোসাইন
উপজেলা প্রতিনিধি, হাকিমপুর, দিনাজপুর।
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় স্বর্ণের ১০টি বারসহ মেহেদী হাসান (৩৪) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গেলো মঙ্গলবার (৫ মার্চ) সকালে সাতকুড়ি রেলগেটের পাশ থেকে তাকে আটক করা হয়।
মেহেদী হাসান হিলির উত্তর বাসুদেবপুর গ্রামের তোরাব হাজীর ছেলে। ২০ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর আফিক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ মেহেদীকে আটক করা হয়। এ সময় মোটরসাইকেল ও মেহেদীকে তল্লাশি করে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ৮১০ টাকা।
মেহেদী পেশায় ডাচ বাংলা ব্যাংকের হাকিমপুর শাখার এজেন্ট।