Home সারাদেশ মনপুরায় ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ১২
Mac ৬, ২০২৪

মনপুরায় ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ১২

ভোলার মনপুরায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টায় উপজেলার রামনেওয়াজ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের সমর্থক ও পুলিশসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

জানা গেছে, নির্বাচনের প্রচার নিয়ে ইউপি মেম্বার প্রার্থী খোরশেদ আলম ও বাদল হাওলাদারের সমর্থকদের মাঝে সংঘর্ষ বাধে। এ সময় দুপক্ষের ছোড়া ইট-পাটকেল  ও লাঠিসোটার আঘাতে ইউপি প্রার্থী ও পুলিশসহ ১২ জন আহত হন। পরে মনপুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সেসময় ইউপি সদস্য প্রার্থীসহ ৬ জন সমর্থক আহত হয়। পরবর্তীতে সংঘর্ষের জেরে আজ বুধবার সকালে আবারো দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আরও ৬ জন আহত হন।

আহতরা হলেন, পুলিশ সদস্য এ.এস আই ফিরোজ, ইউপি সদস্য প্রার্থী খোরশেদ আলম, আব্দুর রহিম, সোহাগ, ফারুক, জাফর, মঞ্জু, শিপন, রাকিব, বাবুল, নাইম ও বাদশা।

মনপুরা থানা ওসি জহিরুল ইসলাম বলেন, ১নং মনপুরা ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। সংঘর্ষে এক পুলিশ সদস্যও আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *