Home সারাদেশ চচট্টগ্রামে এস আলম সুগার মিলের আগুন এখনো পুরোপুরি নেভেনি
Mac ৫, ২০২৪

চচট্টগ্রামে এস আলম সুগার মিলের আগুন এখনো পুরোপুরি নেভেনি

চট্টগ্রামের কর্ণফুলিতে এস আলম সুগার মিলের আগুন এখনো পুরোপুরি নেভেনি। কারখানার গুদামে আগুন আজ মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে জ্বলতে দেখা গেছে। তবে আগুন গুদাম থেকে ছড়ায়নি।

বান্দরবান ফায়ার সার্ভিসের উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও পুরোপুরি নেভেনি। আগুন নিয়ন্ত্রণে এখনও ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

এর আগে কর্ণফুলী নদীর চরলক্ষ্যা এলাকার ওই কারখানায় গতকাল সোমবার বিকেল ৪টার দিকে আগুন লাগে।

এরপর কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশন থেকে দুটি, চন্দনপুরা থেকে দুটি, কালুরঘাট থেকে দুটি, আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটিসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়।

পরে ফায়ার সার্ভিসের আরও বেশ কয়েকটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। এ ছাড়া নৌ, বিমান ও সেনাবাহিনীও যোগ দেয় আগুন নেভানোর কাজে।

এদিকে আগুন লাগার কারণ তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

আগুনে বিপুল পরিমাণ অপরিশোধিত চিনি পুড়ে গেছে বলে দাবি মিল কর্তৃপক্ষের। এস আলম সুগার মিলের ম্যানেজার মোহাম্মদ হোসেন বলেন, ধারণা করছি, শর্ট সার্কিটের কারণে আগুন ধরতে পারে। বাকিটা তদন্তের বিষয়। ভালো চিনি যেগুলো আছে সেগুলো সেফ করার চেষ্টা করা হচ্ছে। সেগুলো ঠিক সময়ে বাজারে চলে যাবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *