Home সারাদেশ নলছিটির দপদপিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
Mac ৫, ২০২৪

নলছিটির দপদপিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

তাইফুর রহমান, নলছিটি(ঝালকাঠি)সংবাদদাতাঃ
ঝালকাঠির নলছিটিতে ঐহিত্যবাহী দপদপিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার(০৪মার্চ) সকালে উপজেলার দপদপিয়া ইউনিয়নে অবস্থিত দপদপিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক মো.নিজাম উদ্দিন(সিআইপি)।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন ডা. মো.ইকবালুর রহমান সেলিম,বিশেষ অতিথি ছিলেন দপদপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা,যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো চীপ আকতার ফারুক শাহীন,এনএস পাওয়ার লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার মো.সাইফুল ইসলাম ইমাম প্রমুখ।
অতিথিবৃন্দ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য ও সংগীত উপভোগ করেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে তারা তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহন করেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *