নলছিটিতে পিএফ জির আয়োজনে সম্প্রীতির মিলনমেলা।
তাইফুর রহমান, ঝালকাঠি(নলছিটি) প্রতিনিধি:
মঙ্গলবার ( ০৫ – মার্চ২০২৪) সকাল ১০ টায় ঝালকাঠি নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পিএফজি নলছিটি সমন্বয়কারী মো: খলিলুর রহমান মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি পৌরসভার মেয়র আ: ওয়াহেদ কবির খান।প্রভাষক মো: আমির হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পি এফ জি বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মো: ফারুক হোসেন , পি এফ জি বাবুগঞ্জ উপজেলা কমিটির সমন্বয়কারী খালেদা ওয়াহেদ, পি এফ জি আগোইল ঝাড়া উপজেলা কমিটির সমন্বয়কারী সুমা কর,দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ ডিসট্রিক্ট ফ্যাসালিটেটর মায়মুনা আক্তার রুবি,পিস অ্যাম্ভাসেডর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, আনিসুর রহমান হেলাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোর্সেদা লস্কর, গোলাম মোস্তফা মহিলা কলেজ এর অধ্যক্ষ মো: শাহআলম প্রমূখ।