Home অপরাধ লোহাগড়ায় নতুন ভাংড়ি ব্যবসায়ী মারুফ ৩০পিচ ইয়াবা সহ আটক। 
Mac ২, ২০২৪

লোহাগড়ায় নতুন ভাংড়ি ব্যবসায়ী মারুফ ৩০পিচ ইয়াবা সহ আটক। 

 নড়াইল জেলা প্রতিনিধি
নাহিদ হাসান মুন্না
নড়াইলের লোহাগড়া উপজেলার সিএন্ডবি চৌরাস্তা বাজার রোডে নতুন ভাংড়ি ব্যবসায়ী মারুফ হোসেন কে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল। গ্রেফতারকৃত মারুফ হোসেন লোহাগড়া উপজেলার কালনা গ্ৰামের মৃত লিয়াকত হোসেনের ছেলে। ২ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১ টা ৩০ মিনিটের সময় মারুফের ভাংড়ি দোকান থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ট্যাবলেট সহ মারুফ হোসেন কে গ্ৰেফতার করেন।
স্থানীয় সূত্রে জানা যায় মারুফ হোসেন, ভাংড়ি ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসা করে একটু বাড়তি উপার্জন করে স্বাবলম্বী হতে গিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল সালাম ও সঙ্গীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ টিম কর্তৃক আটক হয়। নাম প্রকাশে কয়েকজন জানান দীর্ঘদিন যাবত মারুফ ইয়াবা সেবন করে আসছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুস সালাম বলেন, মাদকদ্রব্য নির্মূলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এবং আসামির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *