Home সারাদেশ নলছিটিতে মুরগির খামারে অগ্নিকাণ্ড,খামারীর স্বপ্ন পুড়ে ছাই।
Mac ২, ২০২৪

নলছিটিতে মুরগির খামারে অগ্নিকাণ্ড,খামারীর স্বপ্ন পুড়ে ছাই।

তাইফুর রহমান, ঝালকাঠি (নলছিটি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে শুক্রবার (০১ মার্চ) গভীর রাতে একটি মুরগির খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খামারে অগ্নিকাণ্ডে নি:স্ব হয়ে গেলেন নলছিটি পৌরসভার  গ্রামের মল্লিক বাড়ির মোঃ মোখলেস মল্লিক। তার মুরগির খামারে গতকাল শুক্রবার (০১ মার্চ)রাত আনুমানিক তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।প্রাথমিকভাবে ধারণা করছেন কেউ আগুন লাগিয়ে দিয়ে থাকতে পারে।
খামারটির মধ্যে কয়েক বছর যাবত মুরগী পালন করে সংসার চালাচ্ছিলেন তিনি।অগ্নিকাণ্ডের সময়ও প্রায় ২০০ দেশী মুরগি ছিলো খামারটিতে।
বৃদ্ধ খামারী মোখলেস মল্লিক জানান,অর্থনৈতিক ভাবে দৈন্যদশা কাটাতে দেশীয় মুরগী পালন করতেন মোখলেস মল্লিক।প্রয়োজনীয় অর্থের জোগান না থাকায় বানিজ্যিক ভাবে ব্রয়লার বা সোনালী মুরগি পালন করতে না পারায় কিছু দেশীয় মুরগিই ছিলো তার মূলধন। কিন্তু আগুন তার সেই মূলধনকে পুড়িয়ে তার সব স্বপ্ন পুড়িয়ে ছাই করে দিয়েছে।অগ্নিকাণ্ডের ঘটনায় তার প্রায় দুই লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
তার ধারণা কেউ হয়তো হিংসার বসে আগুন লাগিয়ে থাকতে পারে।তবে থানায় কারও বিরুদ্ধে অভিযোগ দিতে চাননা মোখলেস মল্লিক।
তিনি সরকারি কোনো সহযোগিতা পেলে ঘুরে দাড়াতে পারবেন বলে আশা করেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *