Home খেলা বিপিএল চ্যাম্পিয়ন ও সেরা খেলোয়াড় হবেন কে, জানালেন সামি
ফেব্রুruari ২৫, ২০২৪

বিপিএল চ্যাম্পিয়ন ও সেরা খেলোয়াড় হবেন কে, জানালেন সামি

প্রায় শেষ পর্যায়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। প্রথম পর্ব শেষ এবার মাঠে গড়াবে প্লে অফের লড়াই। এরই মাঝে বিপিএল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ওয়েস্ট ইন্ডিজের জোড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ড্যারেন সামি। এবারে বিপিএলের চ্যাম্পিয়ন ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের নাম জানিয়েছেন বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।

বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমির টেকনিশিয়ানের দায়িত্ব পালন করছেন সামি। সেখান থেকেই এক ভিডিও বার্তায় বিপিএল উন্মাদনায় যোগ দিয়েছেন ক্যারিবীয় মহাতারকা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজ থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন স্যামি।

সামি মনে করেন এবারের বিপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকাবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তাওহীদ হৃদয়। আর সর্বোচ্চ উইকেট শিকারি হবেন রংপুরের সাকিব আল হাসান অথবা শেখ মেহেদী হাসান। তবে স্যামির বাজি সাকিবের পক্ষে।

মোস্ট ভেলুয়েবল প্লেয়ার এবং টুর্নামেন্ট সেরা হিসেবে সাকিবকে বেছে নিয়েছেন সামি। তিনি বলেন, ‘আপনারা জানেন আমি একজন অলরাউন্ডার। আমি তাই সাকিবকেই এগিয়ে রাখছি। ব্যাটে-বলে সে যেভাবে পারফর্ম করছে, দারুণ।’

এদিকে আসরের মোস্ট প্রমিজিং প্লেয়ারের পুরস্কারের লড়াইয়ে স্যামি রেখেছেন তাওহীদ হৃদয় ও মোহাম্মদ সাইফউদ্দিনকে। শেষ দিকে এসে স্যামি জানালেন কে জিতবে এবারের শিরোপা। গত দুই আসরেই চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ঘরেই হ্যাটট্রিক শিরোপা দেখছেন সাবেক ক্যারিবীয়ান এই অলরাউন্ডার।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *