Home বিশ্ব গ্যাস লাইনে হামলার জন্য ইসরাইলকে দায়ী করল ইরান
ফেব্রুruari ২২, ২০২৪

গ্যাস লাইনে হামলার জন্য ইসরাইলকে দায়ী করল ইরান

ইরানের অভ্যন্তরে গ্যাস লাইনে হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছে ইরান। দেশটির ইরানের তেলমন্ত্রী জাভেদ ওজি বলেছেন, গত সপ্তাহে গ্যাস পাইপলাইনে হামলার পেছনে ইসরাইলের সম্পৃক্ততা রয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে।

ওজি বলেছেন, ‘শত্রুরা নাগরিকদের গ্যাসের সরবরাহ ব্যাহত করতে চেয়েছিল। কিন্তু মাত্র দুই ঘণ্টার মধ্যে আমাদের সহকর্মীরা ইসরাইলি চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছে। তাদের হামলায় শুধুমাত্র কয়েকটি পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

উল্লেখ্য, গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন করেছে, ইরানের অভ্যন্তরে বড় গ্যাস পাইপলাইনে জোড়া হামলার পেছনে ইসরাইলের সম্পৃক্ততা ছিল। এতে লাখ লাখ মানুষের গ্যাসের প্রবাহ ব্যাহত হয়েছিল। প্রতিবেদনে দুই পশ্চিমা কর্মকর্তা এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সাথে যুক্ত একজন সামরিক কৌশলবিদকে উদ্ধৃত করা হয়েছে।

সূত্র : টাইমস অফ ইসরাইল

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *