Home সারাদেশ ঝালকাঠিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইসলামী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার একগুচ্ছ কর্মসূচি পালিত।
ঝালকাঠিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইসলামী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার একগুচ্ছ কর্মসূচি পালিত।
তাইফুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝালকাঠি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশর উদ্যোগে এক গুচ্ছ কর্মসূচি পালিত হয় তার ভিতরে ছিল বর্ণমালা মিছিল , ভাষা শহীদদের স্মরণে দোয়া এবং উন্মুক্ত স্থানে বাংলা ভাষার বই পাঠ নকিব বিতরণ পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান।
বুধবার সকাল ১০টায় জেলা সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল নেতৃত্বে ঝালকাঠি আইবি কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার মাঠে শেষ হয় । থানার মাঠে উন্মুক্ত স্থানে বাংলা ভাষার বই পাঠ নকিব বিতরণ, ঝালকাঠি লঞ্চঘাটে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়েছে।
পরে ফকিরবাড়ি জেলা কার্যালয়ে মহান ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী ভাষা শহীদদের স্মরনে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা সহ-সভাপতি মোহাম্মদ ওয়ালীউল্লাহ সরদার , সাধারণ সম্পাদক আব্দুল কাদের তাওহিদী, সংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল দাওয়াহ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ।