Home প্রবাসীর সুখ-দুখ মালয়েশিয়ার সমুদ্র সৈকতে বাংলাদেশির লাশ
ফেব্রুruari ১৯, ২০২৪

মালয়েশিয়ার সমুদ্র সৈকতে বাংলাদেশির লাশ

মালয়েশিয়ার সমুদ্র সৈকত থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেশটির কোয়ান্তান রাজ্যের কাম্পুং বারু গেবেং সমুদ্রে ঢেউয়ের কবলে পড়ে ডুবে যাওয়া মোহাম্মদ রাশিদুল (৩০) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

রোববার দুপুর ১২টার দিকে রাশিদুল তার দুই বন্ধু নিয়ে গেবেং সমুদ্র সৈকত গোসল করতে যান। এরপর সাঁতার কাটতে কাটতে সৈকত থেকে প্রায় ১০০ মিটার দূরে গেলেই ঢেউয়ের কবলে পড়েন তারা। দুই বন্ধু নিজেদের বাঁচাতে সক্ষম হলেও রাশিদুল ডুবে গিয়ে নিখোঁজ হন।

এরপর নিহত রাশিদুলের দুই বন্ধু সৈকত থেকে দ্রুত ফিরে কারখানায় গিয়ে তাদের ম্যানেজারকে বিষয়টি জানালে ওই দিন বিকাল সোয়া ৩টার দিকে স্থানীয় পুলিশকে অবহিত করা হয়। পুলিশ বিকাল পৌনে ৫টার দিকে সৈকত থেকে প্রায় এক কিলোমিটার দূর থেকে নিহত মোহাম্মদ রাশিদুলের লাশটি উদ্ধার করে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *