Home বিনোদন ডিভোর্সের পর রাজনীতিতে ঝুঁকছেন অভিনেত্রী এশা!
ফেব্রুruari ১৯, ২০২৪

ডিভোর্সের পর রাজনীতিতে ঝুঁকছেন অভিনেত্রী এশা!

অভিনেতা এবং রাজনীতিবিদ হেমা মালিনী রাজনীতিতে সক্রিয়। হেমাও শেয়ার করেছেন তার মেয়ে এশা দেওয়াল রাজনীতির দিকে ঝুঁকছেন। এই অভিনেত্রী বর্তমানে মথুরা থেকে বিজেপির লোকসভার সদস্য।

সম্প্রতি ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে আলোচনা আসেন এশা।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হেমাকে প্রশ্ন করা হয়েছিল এশা এবং অহনা দেওয়াল রাজনীতিতে যোগ দেবেন কিনা। উত্তরে হেমা বলেন, ‘যদি তারা চায়…বিশেষ করে এশা রাজনীতি নিয়ে খুব আগ্রহী। সে রাজনীতি ভালোবাসে। আগ্রহী হলে আগামী কয়েক বছরের মধ্যে অবশ্যই সে রাজনীতিতে যোগ দেবে।’

হেমা আরও বলেন, ‘পরিবার সব সময় আমার সঙ্গে থাকে। তাদের কারণেই আমি রাজনীতি করতে পেরেছি। তারা মুম্বাইয়ে আমার বাড়ির দেখাশোনা করছে, তাই আমি খুব সহজেই মথুরায় আসছি। আমি আসি, আবার ফিরে যাই। আমি যা করছি তাতে ধরমজি (ধর্মেন্দ্র) খুব খুশি। তাই তিনি আমাকে সমর্থন করেন এবং তিনিও মথুরায় আসেন।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *