গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে রেলকে স্থবির করা হয়েছিল, রেলমন্ত্রী
রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বলেছেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে রেলকে একেবারে স্থবির করে দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে রেলকে টেনে তুলে রেল মন্ত্রণালয়কে পুনরুজ্জীবিত করেছেন।
রোববার বেলা ১১টায় পাবনার ঈশ্বরদী শহরের ফতেহমোহাম্মপুর অবস্থিত লোকোমোটিভ ডিজেল কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
জিল্লুল হাকিম বলেন, রেলওয়েতে আমাদের শ্রমিক সংকট রয়েছে। কারণ আমাদের দক্ষ জনশক্তি নাই। এখন আমরা আমরা চেষ্টা করছি, দ্রুত লোক নিয়োগ করে ট্রেনিং এর মাধ্যমে রেলকে আধুনিকায়ন করা এবং রেলপথ মন্ত্রণালয়কে একটা পূর্ণাঙ্গভাবে চালু করার চেষ্টা করছি।
রেলওয়ের লোকোমোটিভ কারখানাগুলোকে আমরা বিভিন্ন সমীক্ষার মাধ্যমে কর্মক্ষম বাড়ানোর চেষ্টা করছি। আধুনিকায়ন চলছে, সম্প্রসারণ চলছে। জনগণের কাছে সবচেয়ে সস্তায় পরিবহণের সুযোগ পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন। আমরা তার নির্দেশ মোতাবেক রেলপথ মন্ত্রণালয়কে স্মার্ট বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে উন্নয়নের চেষ্টা করছি।
এ সময় উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির, পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ গালিব, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী আসাদুল হক, পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ, পাবনার অতিরিক্ত পুলিশ (অর্থ ও প্রশাসন) মাসুদ আলম, ঈশ্বরদী উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাস, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও পাকশী বিভাগীয় রেলওয়ের সকল দপ্তরের কর্মকর্তা, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, রেলওয়ে কর্মচারী উপস্থিত ছিলেন।
তার আগে মন্ত্রী শনিবার রাতে সড়কপথে ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ের ভিআইপি রেস্টহাউসে পৌঁছে রাত্রিযাপন করেন। পরে পাকশী বিভাগীয় রেলওয়ের সদর দফতরে এসে পৌঁছালে পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফসহ রাজশাহী ও পাকশী রেলওয়ে শ্রমিক লীগের নেতাকর্মী ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এ সময়ে শ্রমিক লীগ নেতাকর্মীরা ১৩ দফা দাবির স্মারকপত্র প্রদান করেন।
পরে মন্ত্রী পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের (ডিআরএম) কক্ষে এক মতবিনিময়ে অংশ নেন।