নলছিটিতে মডেল কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
তাইফুর রহমান, ঝালকাঠি(নলছিটি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে অবস্থিত মডেল কিন্ডারগার্টেন স্কুলের ১৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। শনিবার সকালে উপজেলার পৌর এলাকার কান্ডপাশায় স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম জিয়াউর রহমান। আরও উপস্থিত ছিলেন বরিশাল কিন্ডারগার্টেন ফোরামের সাধারণ সম্পাদক আবদুস সোবাহান বাচ্চু,মডেল কিন্ডারগার্টেন স্কুলের ম্যানেজিং কমিটির সহ সভাপতি মো. মনিরুল ইসলাম খান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন অত্র স্কুলের প্রধান শিক্ষিকা মোসা: মানসুরা আক্তার। তার সহায়তায় ছিলেন স্কুলের অন্যান্য শিক্ষিকারা। ক্রীড়া প্রতিযোগিতা স্কুলের ছাত্র ছাত্রীরা অংশ নেন এসময় তাদের অভিভাবকরা উপস্থিত থেকে মনোমুগ্ধকর ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন।