Home জেলা রাজনীতি ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন
ফেব্রুruari ১৭, ২০২৪

ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন

আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঢাকা জেলা যুবলীগের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

2

মিজানুর রহমানকে (জিএস মিজান) আহ্বায়ক এবং মাসুদ আহমেদ, হাজী এইচ এম সেলিম, মো. ইরফান উদ্দিনকে যুগ্ম-আহ্বায়ক করে ৪১ সদস্যের এ কমিটি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে ঢাকা জেলা যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে পরবর্তী ৯০ দিনের মধ্যে তাদের অধীন সকল শাখার সম্মেলন সম্পন্ন করে ঢাকা জেলা যুবলীগের সম্মেলন করার নির্দেশ প্রদান করা হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *