Home সারাদেশ বিজিবি এবং বিএসএফের বৈঠক, ফেরত দেওয়া হলো বাংলাদেশি তিনটি ছাগল
ফেব্রুruari ১৫, ২০২৪

বিজিবি এবং বিএসএফের বৈঠক, ফেরত দেওয়া হলো বাংলাদেশি তিনটি ছাগল

মোঃ জুবায়ের হোসাইন

উপজেলা প্রতিনিধি, হাকিমপুর, দিনাজপুর।
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ভারত থেকে ফিরে আনা হলো চায়না বেগম নামে এক বাংলাদেশি নারীর তিনটি ছাগল। পরে বিজিবি স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলামকে হস্তান্তর করে মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য। গেলো
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) হিলি সীমান্তের ৬ নম্বর বিজিবি পোস্টে সীমান্তের শূন্যরেখায় বিএসএফের এসআই রাজেস বালুদাহ বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমানের হাতে ছাগলগুলো বুঝিয়ে দেওয়া হয়।
ছাগলের মালিক চায়না বেগম ধরন্দা এলাকার বাসিন্দা।
তিনি বলেন, ‘ছাগল তিনটি সোমবার খাবার খেতে বাসা থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর ভারতে চলে গেছে জানতে পেরে বিজিবি সদস্যদের বিষয়টি অবহিত করা হয়। তারা আজকে পতাকা বৈঠকের মাধ্যমে আমার ছাগলগুলো ফিরে এনে দেয়। ছাগল তিনটি পেয়ে আমি অনেক খুশি।’
হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমান বলেন, ‘এক মহিলার তিনটি ছাগল ভারতে চলে যায়। সেগুলো বিএসএফ সদস্যরা তাদের হেফাজতে রাখে। আজ তাদের সঙ্গে যোগাযোগ করে ছাগলগুলো ফিরিয়ে আনা হয়। স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে ছাগলগুলো পরিবারটিকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *