হিলিতে রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৪ লাখ টাকা লুট
মোঃ জুবায়ের হোসাইন
উপজেলা প্রতিনিধি, হাকিমপুর, দিনাজপুর।
দিনাজপুরের হিলিতে ইউনাইটেড রাইস মিল নামের একটি ধানের চাতালে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় মিলের লকার ভেঙে আনুমানিক ৪ লাখ টাকা সহ সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে পালিয়ে যায় ডাকাতদল।
আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার মধ্য বাসুদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভয়েস অব বাংলাদেশ কে ইউনাইটেড রাইস মিলের কর্মীরা জানিয়েছেন, আনুমানিক ভোর ৩টার দিকে কিছু লোক বিজিবি পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। সেসময় মিলের কর্মীরা দরজা না খোলায় ডাকাতদল দরজা ভেঙে অফিসের ভেতরে ঢুকে প্রথমে লকারের চাবি দিতে বলে। চাবি না দিলে তারা আমাদের মারধর করে। পরে হাত-পা বেঁধে লকার ভেঙে আনুমানিক ৪ লাখ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাকিমপুর সার্কেল এর সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন।
এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন তারা।
সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে কিছু আসামিকে সনাক্ত করা হয়েছে এখন তাঁদের ধরতেই এ অভিযান।
এ ঘটনায় দ্রুত আসামিদের ধরতে পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের।