Home সারাদেশ ট্রাফিক রুনা লায়লা এর নেত্রীত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত
ফেব্রুruari ১৩, ২০২৪

ট্রাফিক রুনা লায়লা এর নেত্রীত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত

মোঃ রাসেল হোসেন, বরিশাল:
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল এর সামনে ও আশে পাশে মঙ্গলবার ১৩ই ফেব্রুয়ারি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দিশে এডিসি ট্রাফিক রুনা লায়লা এবং ওসি অপারেশন এর নেত্রীত্বে এবং চেবাচিমের আনসার কমান্ডার মোঃ জসিম উদ্দিন তালুকদার এর সহায়তায় পুলিশের বেশ কিছু সদস্যদের নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ও আশে পাশে উচ্ছেদ অভিযান পরিচালিত করা হয়েছে, এতে অবৈধভাবে গড়ে ওঠা ও ভাসমান সব মিলিয়ে শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।
এই দোকানগুলোর কারনে এতদিন হাসপাতালের পরিবেশ ও যাতায়াতের পথ প্রায় বন্ধ ছিলো, রোগী ও স্বজনদের চলাচলের বিঘ্ন ঘটায়ে কোন কিছুর তোয়াক্কা না করে এরা ব্যবসা পরিচালনা করতো।
এই উচ্ছেদ অভিযানে রোগী ও রোগীর স্বজন ও স্থানীয় ব্যবসায়ীরা আনন্দ প্রকাশ করেন।
 ট্রাফিক ও প্রসাশন থেকে জানানো হয় হাসপাতালের পরিবেশ নষ্ট করে অবৈধভাবে কাওকে ব্যবসা করতে আর দেয়া হবে না এবং উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
এই সময়ে এডিসি ট্রাফিক রুনা লায়লা বলেন, আমরা শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রোগিদের ভোগান্তি কমানোর জন্য এবং অসাস্বাস্থ পরিবেশের খাবার যেন আর না খেতে পারে রোগী ও রোগীর স্বজনরা সেই ধারাবাহিকতায় আমাদের এই উচ্ছেদ অভিযান পরিচালিত করেছি তিনি আরো বলেন, এই ধারাবাহিকতার বৃদ্ধির লক্ষ্যে আমরা আরো জোর দিবো যাতে আর কেও এই ভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাবসা পরিচালিত করতে না পারে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *