মাটিরাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সাইফুল মাটিরাঙ্গা ৪নং পৌর ওয়ার্ড আদর্শ গ্রামের নুরুল ইসলাম (পিসি)’র ছেলে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মুক্তা ধর।
তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা কোয়ার্টার পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাইফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে ৩৩ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।