ভোলায় বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
ভোলা সদর থেকে একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের চর ছিফলি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) রিপন কুমার সরকার।
আটক মো. সবুজ ওরফে জুয়েল মোল্লা (২৪) বাগেরহাটের মোংলা উপজেলার মো. শহিদুল্লাহর ছেলে।
বুধবার দুপুরে ভোলা মডেল থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার বলেন, গোপন খবর পেয়ে ছিফলি গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে দেখে দৌড়ে একটি বাড়িতে ঢুকে পড়েন সবুজ।
পরে তাকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পেছন থেকে একটি বিদেশি অস্ত্র ও তিনটি গুলি উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে তিনি আরও বলেন, “গত ১৫ সেপ্টেম্বর সবুজ ভোলায় অস্ত্র ও গুলি নিয়ে প্রবেশ করেন। তবে কী উদ্দেশে তিনি এখানে এসেছেন সেটি জানা যায়নি।”
আটকের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে ভোলা মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।