Home অপরাধ নেত্রকোণায় সীমান্ত থেকে ৫৮ বোতল ভারতীয় মদসহ আটক ১
ফেব্রুruari ১১, ২০২৪

নেত্রকোণায় সীমান্ত থেকে ৫৮ বোতল ভারতীয় মদসহ আটক ১

নেত্রকোণায় দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদসহ একজনকে আটক করেছে পুলিশ; যাকে ‘মাদক কারবারি’ বলছে পুলিশ।

শনিবার রাতে সীমান্ত সংলগ্ন গারো পাহাড়ি অঞ্চল থেকে আটক করা হয় বলে জানিয়েছেন নেত্রকোণা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

আটক মো. দুলাল হোসেন (২৬) কুল্লাগড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের হাসান আলীর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, দুলাল দীর্ঘদিন ধরে সীমান্তে মাদক ব্যবসা করে আসছিলেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার এসআই লিটন মিয়া পুলিশের একটি দল নিয়ে চরপাড়া গ্রামে অভিযান চালান। এসময় দুলালের বাড়িতে তল্লাশি চালিয়ে ৫৮ বোতল ভারতীয় মদ জব্দ ও তাকে আটক করে।

তিনি আরও জানান, এ ঘটনায় রোববার মাদক আইনে থানায় মামলার পরে দুলাল মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে দুর্গাপুর বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *