Home সারাদেশ IRAA এলামনাই-র পিকনিক  ২রা মার্চ-২০২৪
ফেব্রুruari ১১, ২০২৪

IRAA এলামনাই-র পিকনিক  ২রা মার্চ-২০২৪

অনলাইন ডেস্ক: ৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন (IRAA) এর এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা পার্লামেন্ট ক্লাব, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের সভাপতি ও জাতীয় সংসদ সচিবালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব কেএম আব্দুস সালাম।সভা পরিচালনা করেন এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ড. মইনুল খান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য।

সভায় নব গঠিত সম্মানিত নির্বাহী সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের পিকনিক আগামী ২ মার্চ ২০২৪ তারিখ অনুষ্ঠিত হবে।

পিকনিকের তারিখ, সময়: ২ মার্চ শনিবার ২০২৪, সকাল ৯ টা – রাত ৮ টা।

স্থান: পূর্বাচল ঘাট, শীতালক্ষ্যা নদী, ঢাকা

চাঁদার পরিমাণ:
– একক – ১৫০০ টাকা
– কাপল – ৩০০০ টাকা
– ⁠পাঁচ বছরের উপরে প্রতিজন – ১৫০০ টাকা
– ⁠গেস্ট – ৩০০০ টাকা
– ⁠বর্তমান স্টুডেন্ট – ৮০০ টাকা
– ⁠মেইড, গানম্যান, ড্রাইভার – ১০০০ টাকা

টাকা জমা দেয়ার জন্য যোগাযোগ:

১. প্রফেসর ড. লাইলুফার ইয়াসমিন, চেয়ারপারসন,
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢা: বি:
ফোন: ০১৭৮০৪৯৯৮৩৯

২. জনাব মতিউর রহমান (অব:) এসপি, বাংলাদেশ পুলিশ
ফোন: ০১৭১২-৮৮৮৮১১

৩. ড. মো: মহিবুল আহসান, উপ পরিচালক, ইউজিসি, ঢাকা
ফোন: ০১৭২৬-১৩০৩৩১

৪. জনাব মুক্তাদির রশিদ রোমিও, সিনিয়র রিপোর্টার, নিউ এজ
ফোন: ০১৮১৬-৬৮১১২৮

৫. জনাব সাইফুল হক, প্রতিষ্ঠাতা, মুভ ফাউন্ডেশন, ঢাকা
ফোন: ০১৭১১৩৭৬৫৫২

৬. জনাব হাসান মাহমুদ হিমু, পরিচালক, সেফওয়ে হাসপাতাল,

ফোন: ০১৯৭৪৩৯৮১৪৯

৭. জনাব শারমিন ইসলাম, জেন্ডার টিম লিডার, ইউএনডিপি

ফোন: ০১৯২৫৭৭৯৫০২৫

৮. জনাব সাদিয়া আফরিন টুম্পা
ফোন: ০১৩২০৫৮৩৪৩৩

চাঁদা জমা দেয়ার শেষ তারিখ:

২৮ ফেব্রুয়ারি, ২০২৪

বিশেষ দ্রষ্টব্য: রিভার ক্রুজে আসন সংখ্যা সীমিত।

আরো বিস্তারিত জানতে এসোসিয়েশনের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে চোখ রাখুন।

বিনীত,
ড. মো: মহিবুল আহসান, দপ্তর সম্পাদক, IRAA

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *