Home বিনোদন শিশুদের এ কী শেখাচ্ছেন নুসরাত? ক্ষেপলেন নেটিজেনরা
ফেব্রুruari ১০, ২০২৪

শিশুদের এ কী শেখাচ্ছেন নুসরাত? ক্ষেপলেন নেটিজেনরা

কটাক্ষের শিকার বা সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় আসা তারকাদের জীবনে নতুন কিছু নয়। এবার নেট ব্যবহারকারীদের সমালোচনার শিকার হয়েছেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান।

হিন্দুস্তান টাইমস বাংলা বলছে, নুসরাত ও যশ দাশগুপ্তের নতুন সিনেমা ‘সেন্টিমেন্টাল’র একটি আইটেম গান হলো ‘বোকা সোডা’। সেই গানে নেচেছেন কলকাতার দুই অভিনয় শিল্পী তৃণা সাহা ও নীল ভট্টাচার্য। নুসরাত কয়েক দিন আগে একটি ভিডিও পোস্ট করেছেন। যে ভিডিওতে দেখা যায়, টেলিভিশনের পর্দায় চলছে ‘বোকা সোডা’ গান আর তাতে তালে তালে নাচছে একটি শিশু।

নুসরাতের বিরুদ্ধে অভিযোগ হলো— ‘নিম্নমানের লিরিকের গান’ দিয়ে শিশুদেরও ‘রুচি খারাপ’ করে তুলছেন এই অভিনেত্রী।

একজন লিখেছেন, ‘নিজেরা নাচছেন, নাচুন না। একটা শিশুকে এসব শিখিয়ে খারাপ করার মানে কি?’

শিশুকে গালাগালি শেখাচ্ছেন, লজ্জা লাগা দরকার, মন্তব্য করেছেন একজন।

আরেকজন বলেছেন, পাবলিক এতটা বোকা নয় যে বোকা সোডা গানটির নাম কেন রাখা হয়েছে যে তারা বুঝবে না। সেই গানে আবার একটা শিশুকে নাচাচ্ছে।”

কেউ আবার বলেছেন, আপনাদেরও তো সন্তান আছে। এটা করতে আপনাদের খারাপ লাগল না?  এই একটা বিচ্ছিরি গানে একটা বাচ্চা নাচ করছে সেটা নিয়ে আপনারা মাতামাতি করছেন? ও তো ছোট, কিন্তু আপনারা তো ছোট না আর!
‘সেন্টিমেন্টাল’ নুসরাত ও যশের প্রযোজনা সংস্থার ‘ওয়াইডি ফিল্মস’র প্রথম সিনেমা। গেল বছর সিনেমাটির শুটিং শুরু হয়। আর মুক্তি পায় চলতি বছর।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *