Home সারাদেশ হিলিতে দুইদিন ব্যাপী পিঠা উৎসব
ফেব্রুruari ১০, ২০২৪

হিলিতে দুইদিন ব্যাপী পিঠা উৎসব

মোঃ জুবায়ের হোসাইন

উপজেলা প্রতিনিধি, হাকিমপুর, দিনাজপুর।
দিনাজপুরের হিলিতে দুদিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল সকালে ডাংগাপাড়া মডেল স্কুল চত্বরে ফিতা কেটে এর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খাট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউছার রহমান ও ডাংগাপাড়া মডেল স্কুলের প্রধান শিক্ষক আনারুল ইসলাম। মেলায় আটটি স্টলে ছিল ভাঁপাপুলি, দুধপুলি, খেজুর পিঠা, নিমপাতা পিঠা, পাটিসাপটা, জামাই সোহাগী, গোলাপ, চিতই, কানমুচরি, পায়েস, পুডিং, তেল পিঠা, দুধ চিতইসহ অর্ধশতাধিক পিঠাপুলি। পিঠা উৎসব দেখতে বিভিন্ন এলাকা থেকে নারী, পুরুষ, শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষ সেখানে ভিড় জমায়। উৎসবের আয়োজক ও ডাংগাপাড়া মডেল স্কুলের প্রধান শিক্ষক আনারুল ইসলাম বলেন, ‘প্রত্যন্ত অঞ্চল থেকে এই পিঠা হারিয়ে যাচ্ছে। তাই বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের পিঠার সঙ্গে পরিচিতি করে দিতেই এই আয়োজন।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *