নতুন প্রজন্মের স্কুল কলেজের অপসংস্কৃতি র্যাগ ডে বন্ধে ঝালকাঠিতে খোলা চিঠি।
তাইফুর রহমান, ঝালকাঠি প্রতিনিধিঃ
শিক্ষাঙ্গনে বিদায় মানেই বিষাদময়। কিন্তু সেটি এই কাছে উলটো আনন্দের দিনে রূপান্তরিত হয়েছে।যা এক প্রকার সংস্কৃতির বিপর্যয় বলা চলে।এছাড়াও তারা দিনটিতে রঙে, সাদা কাপড়ে অশালীন ও অশ্লীল মন্তব্য লিখে ছেলে এবং মেয়েরা একই সাথে যে পাশ্চাত্য সংস্কৃতির তালে বিদেশি গানে উন্মত্ত হয়ে নাচে তা আবহমান বাংলার প্রাচীণ ঐতিহ্য সমৃদ্ধ সংস্কৃতির সাথে সাংঘর্ষিক এবং মস্তিষ্কের বিকৃতিও বলা চলে।নতুন প্রজন্মের এই অপ সংস্কৃতির বিরুদ্ধে ও বহুল আলোচিত ও বিতর্কিত Reg day বন্ধে ঝালকাঠিতে খোলা চিঠি বিতরণ করেছেন বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের আলো ফাউন্ডেশন (SAF).
শনিবার (১০ফেব্রুয়ারী) সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নাঈম হাসান ঈমন স্বাক্ষরিত চিঠিতে তিনি লিখেছেন প্রতিবছর শিক্ষা প্রতিষ্ঠানে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই অনুষ্ঠানের মাঝে শিক্ষার্থীরা Rag Day পালন করে থাকে। যার মধ্যে অশ্লীল ভাষায় লেখা থাকে শিক্ষার্থীদের পরিদান কাপড়ে এবং শিক্ষার্থীরা এই Rag Day উপলক্ষে বিভিন্ন রকম অসামাজিক অশোভনীয় কার্যক্রম করে থাকে যা নিয়ে তুমুল ঝড় সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এরপর ততকালীন মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি শিক্ষা প্রতিষ্ঠানে Rag day পালন নিষিদ্ধ ঘোষণা করেন। যদি কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই Rag day পালন করা হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছিলো। ফলে Rag day পালন বন্ধ হয়ে গেছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে। তারপরও কিছু কিছু জায়গাতে এই অসামাজিক অশোভনীয় কাজ করে থাকে শিক্ষার্থীরা।
গতবছর ঝালকাঠি জেলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এমন কাজ হয়েছিলো যার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। এনিয়ে সুশীল সমাজের মধ্যে ক্ষোভের প্রতিক্রিয়া দেখা যায়। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কামনা করেন যাতে এই Rag day নামক অসামাজিক কার্যকলাপে শিক্ষার্থীরা লিপ্ত হতে না পারে।
এবছর থেকে যাতে ঝালকাঠি জেলায় কোন শিক্ষা প্রতিষ্ঠানে Rag day পালনের নামে অশ্লিলতা না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অনুরোধের পাশাপাশি তিনি সবার সুদৃষ্টি কামনা করেন।