Home অপরাধ ঝালকাঠিতে গাঁজাগাছ ও ইয়াবাসহ পৃথক অভিযানে আটক-২।
ফেব্রুruari ১০, ২০২৪

ঝালকাঠিতে গাঁজাগাছ ও ইয়াবাসহ পৃথক অভিযানে আটক-২।

তাইফুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠিতে গাঁজা গাছসহ মোঃ শাহারুম হাওলাদার (৫০) ও ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কবির হাওলাদার (৫১) কে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে
কাঁঠালিয়া উপজেলার চেচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেচরী এলাকার শাহারুমের মরিচ ক্ষেতের মধ্যে থেকে ৮টি মাদক গুল্ম গাঁজা গাছ ও নলছিটি উপজেলার ডুবিল এলাকা থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুইজনকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
আটককৃত দুইজন হলেন, ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দক্ষিন চেচরী এলাকার মৃতঃ মুজাহার আলী হাওলাদারের ছেলে মোঃ শাহারুম হাওলাদার ও নলছিটি উপজেলার ডুবিল এলাকার মৃতঃ আব্দুল আজিজ ওরফে আব্দুল হাওলাদারের ছেলে মোঃ কবির হাওলাদার।
তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে নলছিটি ও কাঁঠালিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
ডিবি ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে গাঁজা গাছ ও ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুজনকে আটক করা হয়েছে। আটককৃতর বিরুদ্ধে রাতেই দুই থানায় মামলা হয়েছে। শুক্রবার সকালে তাদের ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক মুক্ত সামজ গড়ার লক্ষ্যে আমাদের মাদক বিরোধী অভিযান অব‍্যাহত থাকবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *