Home সারাদেশ কুড়িগ্রামে ১০দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন
ফেব্রুruari ১০, ২০২৪

কুড়িগ্রামে ১০দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

মোঃ মশিউর রহমান বিপুল

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামে অধিক সংখ্যক উদ্দ্যোক্তা তৈরির লক্ষ্যে জেলা আউটার স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতার বিজয় স্তম্ভের সামনে কুড়িগ্রাম জেলা বিসিকের আয়োজনে (৮ফেব্রুয়ারি থেকে ১৭ফেব্রুয়ারি ২০২৪খ্রিঃ) ১০দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।

 

বিসিক উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য হামিদুল হক খন্দকার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম সহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রেদওয়ানুল হক দুলাল, নাসিব কুড়িগ্রামের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, কুড়িগ্রাম বিসিক এর উপব্যবস্থাপক শাহ মোহাম্মদ জোনায়েদ, ক্রীড়া সংস্থার সহ সভাপতি সাইদ হাসান লোবান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলক সরকার ও কুড়িগ্রাম জেলার উদ্যোক্তাবৃন্দ।

 

মেলায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা তাদের উৎপাদিত পন্য ও হস্ত কুটির শিল্পের বিভিন্ন পন্য প্রদর্শিত করছে তাদের স্টলে। মেলায় আগত সকল সম্মানিত নাগরিকবৃন্দ এ সকল স্টল থেকে তাদের প্রয়োজনীয় পন্য ক্রয় করতে পারবেন। কুড়িগ্রামের বিভিন্ন পর্যায়ের উদ্দ্যোক্তারা যাতে দেশে বিদেশে তাদের ব্যবসাকে নানামাধ্যমে সম্প্রসারিত করতে পারেন, সেলক্ষ্যে অতিথিবৃন্দ উদাহরন, প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *