টস জিতে ব্যাটিংয়ে বরিশাল
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামছে ফরচুন বরিশাল। শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
এবারের বিপিএলে খুব একটা ভালো অবস্থানে নেই বরিশাল। জয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু পর চার ম্যাচে হারের মুখ দেখেছে দলটি। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে বরিশাল।
অন্যদিকে নাজুক অবস্থা রাজধানীর দল ঢাকার। জয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু পর টানা সাত ম্যাচে হারের মুখ দেখেছে দলটি। ৮ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে তলানীতে আছে ঢাকা।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল, আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আকিফ জাভেদ, শোয়েব মালিক, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাকয় ও সাইফ উদ্দিন।
দুর্দান্ত ঢাকা একাদশ: তাসকিন আহমেদ, সাইফ হাসান, আরাফাত সানী, মোহাম্মদ শরীফুল ইসলাম, নাঈম শেখ, তাহজিবুল ইসলাম, সাব্বির হোসেন, মেহরব হাসান, চতুরঙ্গ ডি সিলভা, ইয়ান রস ও লাহিরু সামারাকুন।